মহিলা স্বনির্ভরতায় নতুন দিশা, শহরের রাস্তায় চলবে মহিলা চালিত ‘পিঙ্ক ক্যাব’

Spread the love

পিয়ালি আচার্য,

“Women Empowerment” বা নারি সশক্তিকরণের এক নতুন দিশা দেখালো পিঙ্ক ক্যাব পরিষেবা। এই গোলাপি গাড়িগুলি গতিধারা প্রকল্পের অধীনে। এগুলির মালিক মহিলা, স্টেয়ারিং ঘোরাবেনও মহিলারা। এখনও পর্যন্ত মোট ১৪ জন সরকারের কাছে আবেদন করেছিলেন। প্রত্যেক মহিলা আবেদনকারী নিজেই মালিক ও নিজেই ড্রাইভার হিসাবে পরিষেবা চালাতে চান।

এদিন নবান্নের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন এই নতুন পিঙ্ক ক্যাবগুলির। প্রথম পর্যায়ে মোট ১০ জন পিঙ্ক ক্যাব নামালেন। এরা প্রত্যেকেই গতিধারা প্রকল্প অনুসারে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান পেয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, মহিলাদের আরও উৎসাহিত করতে গতিধারা প্রকল্পের এই অনুদান ১ লক্ষ থেকে বাড়িয়ে দেড় লক্ষ করা হলো।

রাজ্য সরকারের এই অভিনব উদ্যগে মহিলাদের উৎসাহিত করতে মারুতি কোম্পানির পক্ষ থেকেও পিঙ্ক ক্যাবের মুল্যে অতিরিক্ত ৫০ হাজার টাকার বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সব গাড়িই মারুতি কোম্পানির। মারুতি ডিলাররা গাড়ির নির্দিষ্ট অংশ গোলাপি রং করার দায়িত্ব নিয়েছে। এছাড়া ডিলারের পক্ষ থেকে পিঙ্ক ক্যাবের ড্রাইভারদের বিশেষ জ্যাকেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আগামিদিনে মেয়েদের এই গাড়ির সংখ্যা হাজার হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে এই ১০ জন উপভোক্তাকে স্বনির্ভরো স্বাবলম্বী করে তোলার জন্য তারা সবাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*