৮৫০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিচ্ছে সৌদি আরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। বর্তমানে সৌদির বিভিন্ন জেলে বন্দী রয়েছেন এই ৮৫০ ভারতীয়। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে হজযাত্রীদের জন্য কোটা বৃদ্ধি করে ২ লাখ করেছেন মহম্মদ বিন সলমন। বর্তমানে ভারতের কোটা ১ লাখ ৭৫ হাজার অর্থাৎ এবার ২৫ হাজার কোটা বাড়ল।
উল্লেখ্য, পাকিস্তান সফর শেষে ভারতে আসেন সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুবরাজ মহম্মদ বিন সলমনের দ্বিপাক্ষিক আলোচনা হয়। আলোচনায় দু’দেশের মধ্যে বিনিয়োগ, পর্যটন, তথ্য ও সম্প্রচার সম্পর্কিত পাঁচটি মউ স্বাক্ষর হয়।
Be the first to comment