সেনা ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষার কথা ভেবেই জম্মু-শ্রীনগর সেক্টরে জওয়ানদের জন্য এয়ার ক্যুরিয়র সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিলো স্বরাষ্ট্রমন্ত্রক । এই সিদ্ধান্ত অনুযায়ী, কাশ্মীরে মোতায়েন সেনাকর্মীরা স্থলপথের বদলে বিমানেই জম্মু থেকে শ্রীনগরে যাবেন। জানা গিয়েছে, সুরক্ষা ছাড়াও যাতায়াতের সময় কমাতেও সাহায্য করবে এই নয়া পদক্ষেপ।
প্রসঙ্গত, সব পদের আধাসেনা এই সুবিধার আওতায় থাকছেন। এর আগে কনস্টেবল, হেড কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটররা এই সুবিধা পেতেন না কিন্তু এই কেন্দ্রের এই নির্দেশের ফলে ডিউটির ও ছুটির সময়ও এই সুবিধা পাবেন তাঁরা। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এমন সিদ্ধান্তে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ জন জওয়ান শহিদ হয়েছেন। এখন অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক আগে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। রিপোর্ট যখন এলো তখনও তারা কিছুই করেনি। ওরা নোংরা রাজনীতি করছে। ওদের এক্সপায়রি ডেট এসে গেছে।
Be the first to comment