সিওল শান্তি পুরষ্কার পেলেন নরেন্দ্র মোদী

Spread the love

ভিডিও সৌজন্যে- (এএনআই)

সিওল শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্থিক বৃদ্ধি, মানব উন্নয়ন সূচকে উন্নতি, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করলো দক্ষিণ কোরিয়ার সরকার। প্রথম কোনও ভারতীয় ব্যক্তিত্ব সম্মানিত হলেন এই সম্মানে ৷

এদিন পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, সিওল শান্তি পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমি মনে করি, এই সম্মান ব্যক্তিগতভাবে আমার নয়। এটা দেশের মানুষের পুরস্কার। ১২৫ কোটির মানুষের উপর ভর করে পাঁচ বছরে দেশে যে সাফল্য এসেছে, এটি সেই সাফল্যের পুরস্কার।

উল্লেখ্য, দু’দিনের সফরে দক্ষিণ কোরিয়াতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ পুলওয়ামা হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গ দিতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানান মোদী ৷ ১৯৯০ সাল থেকে শুরু হয়েছে এই শান্তি সম্মান প্রদানের প্রথা ৷ পুরস্কারের মুল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা ৷ মোদী এদিন জানান, পুরস্কারের অর্থ নমামি গঙ্গা প্রকল্পে দান করবেন তিনি ৷

১৯৯০ সাল থেকে সিওল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেলেন নরেন্দ্র মোদি। এর আগে, রাষ্ট্রসংঘের প্রাক্তন সেক্রেটারি কোফি আন্নান, জার্মানির চ্যান্সেলার অ্যাঞ্জেলা মের্কেলের মতো ব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছেন।

এদিন অনুষ্ঠানে কী বললেন নরেন্দ্র মোদী? শুনুন!



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*