গ্রেপ্তার করা হলো জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। শুক্রবার রাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এরপর গতরাতে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ।
বর্তমানে কোঠিবাগ থানায় তাঁকে রাখা হয়েছে।
টুইটারে ঘটনাটির চরম নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেতা মেহবুবা মুফতি ৷ তিনি টুইটে বলেন, গত ২৪ ঘণ্টায় হুরিয়ত নেতা এবং জামাত সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই গোটা বিষয়টিই বিধিবহির্ভূত পদক্ষেপ। এর জেরে রাজ্যের পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। কোন আইনে এদের আটক করা হচ্ছে ?
Be the first to comment