অসমে বিষমদ কান্ডে মৃতের সংখ্যা আরও বাড়লো। এখনও পর্যন্ত বিষক্রিয়ায় মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গোলাঘাট ও যোরহাটে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এরা প্রত্যেকেই সালমারা চা বাগানের কর্মী ছিলেন ৷ প্রতি গ্লাস ১০ টাকা কিংবা ২০ টাকা দরে বিক্রি করা হতো। জুগিবাড়ি এলাকার চোলাই মদ কারবারীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের নাম ইন্দুকল্পা বরদোলই এবং দেবা বোড়া বলে জানা গিয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে শনিবার ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment