কোনও স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করলে শাস্তি পেতে হবেঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

শনিবার ইউনিভার্সিটির ইন্সটিটিউট হলে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন কী বললেন শিক্ষামন্ত্রী? পড়ুন!

এতরকম চুক্তিভিত্তিক শিক্ষক আছে যে আমি গুলিয়ে ফেলি। আমরা বলেছিলাম যে কোনও চুক্তির বিরুদ্ধে। কোথায় ছিলেন ৩৪ বছর যখন শাসন করেছেন? শিক্ষকদের আবেদন ছিল, তবে যেটা করা দরকার ছিল বিগত ৩৪ বছরে বাম সরকার কিছুই করেনি।

শিক্ষকদের কোয়ালিফিকেশনের তোয়াক্কা না করে কাজ চালিয়ে গিয়েছেন। আলিমুদ্দিন স্ট্রীটে যা ঠিক করেছে তাই নেওয়া হয়েছে। ২০০০ টাকা দিয়ে কাজ চালাচ্ছেন। নিজেরাই স্যাটিসফায়েড নয় কী করে ছাত্রদের স্যাটিসফেকশন দেবেন?

কটা শিক্ষক লাগবে সেটা কেউ দেখে নি। আমরা ৪০ শতাংশ বেতন বৃদ্ধি করেছি। ৩ বছর অন্তর বেতন বৃদ্ধি হবে। সরকারের কাছে অর্থ নেই কিন্তু হৃদয় আছে। এতো কন্ট্রাক্টচুয়ালকে একসঙ্গে যে যোগ্যতায় যেখানে নেওয়া দরকার তা এনসিটিই-র রুলস অনুযায়ী সকলের নেই।

গ্রাচুয়িটি ৫ লক্ষ করার দাবিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

কোনও স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক নিতে দেবেন না। যে স্কুলে নেবে তাদের কিন্তু শাস্তি পেতে হবে।

বিএড প্রশিক্ষনের বিষয় দেখবে সরকার। ইস্যু নিয়ে আলোচনা করুন, কোর্টে গিয়ে কাজ করবেন না।

স্থায়ীকরণ থেকে চাইল্ড কেয়ার লিভ সবার জন্য শিক্ষামন্ত্রী বলেন ধৈর্য ধরুন, সব আসতে আসতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*