উত্তরপ্রদেশের ভাদোহিতে বিস্ফোরণে মৃত মালদার শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন তিনি। প্রতি পরিবারের একজন মাধ্যমিক পাশ মহিলাকে ICDS-এ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন। মৃত শ্রমিকদের বিবিদের বিধবা ভাতাসহ আম্মাদের বার্ধক্য ভাতার আওতাভুক্ত করার কথাও জানান তিনি।
এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম নুর, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, পুলিশ সুপার অর্ণব ঘোষ, জেলা পরিষদের মেন্টর তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি সহ অন্যরা।
ফিরহাদ হাকিম বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। পশ্চিমবঙ্গের যেকোনও মানুষ সংকটে পড়লে যেন মনে হয় মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয় বিপদে পড়েছে। মালদার কিছু শ্রমিক উত্তরপ্রদেশে কার্পেট কারখানায় কাজে গেছিল। সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজের রাজ্য সামলাতে পারেন না। তিনি আবার লাফিয়ে পশ্চিমবঙ্গে আসেন। কীভাবে এই বিস্ফোরণ হল আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় এই সব শ্রমিকদের পাশে আছেন। তাই আজ জেলাশাসকের মাধ্যমে শ্রমিকদের পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে।
দেখুন ভিডিও-
Be the first to comment