বাংলাদেশের বিমান অপহরণের নাটক শেষ। বন্দুকবাজকে গুলি করে মারল সেনা। নিহতের নাম মানাফি বলে জানা গিয়েছে। বিমানে ছিলেন মোট ১৪২ জন যাত্রী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। উল্লেখ্য, রবিবার বাংলাদেশের ঢাকা-দুবাইগামী একটি বিমানে ছিনতাইয়ের চেষ্টা চালায় এক বন্দুকবাজ ৷ তবে সেনার গুলিতে শেষপর্যন্ত নিহত হয়েছে বন্দুকবাজ ৷ নিহত বন্দুকবাজ বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে ৷ যাত্রীদের সকলকেই উদ্ধার করা হয়েছে ৷ আইসোলেশন বে-তে রাখা হয়েছে বিমানটিকে।
বাংলাদেশ বিমানের BG-147 ঢাকা থেকে দুবাই যাচ্ছিল। রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ ঢাকা ছাড়ে। কিছুক্ষণ পরেই বিমানে থাকা বছর পঁচিশের বাংলাদেশি যুবক মানাফি, ককপিটে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে মারধর করে এক বিমানকর্মীকে। কিন্তু, বিমানচালক একটি বোতাম টিপে বার্তা পাঠিয়ে দেন চট্টগ্রাম এটিসিকে। বিকেল ৫টা ৪০ নাগাদ আইসোলেশন বে-তে বিমানটিকে নামানো হয়। ততক্ষণে বাংলাদেশের বায়ুসেনা এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গিয়েছে। ওই যুবকের সঙ্গে টানা কথা বলতে থাকে RAB।
এরপর বিমানের মধ্যে ঢুকে পড়ে বাংলাদেশের বাহিনী। চলে গুলির লড়াই। আট মিনিটের গুলির লড়াইয়ে আহত হয় বিমান ছিনতাইয়ের চেষ্টা করা ওই যুবক। পরে সে মারা যায়।
Be the first to comment