অবশেষে সুর নরম।পাক বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর শেষে সাংবাদিক সম্মেলন ডেকে জানালেন, পাকিস্তান শান্তি চায়। তিনি বলেন যে ভারতকে বুঝতে হবে যে, যুদ্ধ হল নীতিগত ব্যর্থতা।’
বুধবার সকালে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে পাক বায়ুসেনা, বোমাও ফেলেছে ভারতীয় ভূখণ্ডে। পাকিস্তানের এই পদক্ষেপকে সরাসরি সামরিক পদক্ষেপ হিসাবেই দেখছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর তার পরই ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তান যুদ্ধ চায় না।
তারপরেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনিও ভারতকে আলোচনার আহ্বান জানান। আলোচনা শুরু হলে পাকিস্তানের তরফে সব রকমের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Be the first to comment