ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান। আগামীকাল ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান, জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ বুধবার পাক অধিকৃত কাশ্মীরের আকাশ থেকে বিমানকে গুলি করে নামায় পাকিস্তান। পাক সেনার হাতে বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডর অভিনন্দন বর্তমান।
পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার ২ পাইলটকে আটক করেছে। ভারত সেই দাবি উড়িয়ে দেয়৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রক বিবৃতিতে জানায়, অ্যাকশনের সময় একজন ভারতীয় পাইলট নিখোঁজ হয়েছেন৷ তিনি পাকিস্তানের হাতে আটক হয়েছেন৷
পাকিস্তানের দাবি, তারা ভারতের ২টি যুদ্ধবিমানকে নামিয়ে দিয়েছে৷ ২ পাইলটকে গ্রেফতারও করেছে৷ পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভারতে ঢুকতেই গুলি চালাতে শুরু করে সেনা৷ ভারতের বাধায় পালানোর চেষ্টা করে বিমানটি৷ পালানোর সময় রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ শুরু করে ওই বিমান৷ ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি৷
Be the first to comment