রাজ্যের সব দপ্তরের যেকোনো নির্মাণ কাজ এখন থেকে পূর্ত দপ্তরকে দিয়ে করাতে হবে। দপ্তরগুলি নিজেরা করতে পারবে না। কাজে আরও স্বচ্ছতা আনতে ও বেনিয়ম রুখতেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের।
আগে কোনো দপ্তরের নির্মাণ সংক্রান্ত কাজ সংশ্লিষ্ট দপ্তরই করতো। একমাত্র যে সব দপ্তর ইঞ্জিনিয়ারিং বিভাগে আছে তারাই নির্মাণ কাজ করাতে পারবে। সেই তালিকায় আছে সেচ, আবাসন ও পঞ্চায়েত এর মতো গুটিকয়েক দপ্তর।
Be the first to comment