বিজয়-পুজারার দ্বৈরথে ভারত দ্বিতীয় টেস্টে চালকের আসনে

Spread the love

শনিবার নাগপুরে ভারত শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত ২ উইকেটে ৩১২ রান করে শ্রীলঙ্কার থেকে ১০৭ রানে এগিয়ে আছে। আজকের দিনে উল্লেখযোগ্য ব্যাপার হলো প্রায় ৮ মাস পর ফিরে এসে ওপেনার মুরলি বিজয়ের দুরন্ত শতরান। তার সাথে ভারতের আর এক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাও শতরান করেন। দিনের শেষে পুজারা ১২১ রানে অপরাজিত আছেন। অধিনায়ক বিরাট কোহলিও তার ধারাবাহিকতা বজায় রেখে ৭০ বলে ৫৪ রান করেন। মুরলি বিজয় ২২১ বলে ১২৮ রান করেন। ১১ টা চার এবং একটি ছক্কা মারেন তিনি। পুজারা ২৮৪ বলে ১৩টি চারের সাহায্যে ১২১ রানে নট আউট আছেন। আজ শ্রীলঙ্কার কোনো বোলার বিজয় ও পুজারার মাথার ওপর উঠতে পারেনি।
পরের টেস্ট এবং আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য মুরলি বিজয় জাতীয় নির্বাচকদের কাছে ভাবার কারণ হয়ে গেলেন। শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল এর সাথে মুরলি বিজয়ও যে ভারতীয় টেস্ট দলের অটোমেটিক চয়েস, তা প্রমাণ করে দিলেন। আগামী তিনদিন শ্রীলঙ্কা কিভাবে প্রভাব বিস্তার করে ভারতীয় দলের উপর এখন সেটাই দেখার বিষয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*