স্মরণীয় সন্ধ্যায় চলচ্চিত্র জগতের দুই প্রজন্ম

Spread the love

কলকাতা প্রেস ক্লাব বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। প্রেস ক্লাবের উজ্জ্বল মুকুটে আরো একটি নতুন পালক যোগ হলো। প্রেস ক্লাব উপহার দিলো এক স্মরণীয় সন্ধ্যা। ২৫শে নভেম্বর, ২০১৭ শনিবার দুই প্রজন্মের দুই প্রথিতদশা শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিত চট্টোপাধ্যায় মুখোমুখি বসলেন প্রেস ক্লাবে। স্বভাবিকভাবেই দর্শকাসন ছিল পরিপূর্ণ। প্রসেনজিত প্রশ্ন করছিলেন তার সৌমিত্র কাকুকে। যেমন চোখাচোখা প্রশ্ন, তেমন তার সপ্রতিভ উত্তর। এক প্রশ্নের জবাবে সৌমিত্র বললেন, পুরস্কার অনেক পেয়েছি, কিন্তু সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের স্বীকৃতি, মানুষের ভালোবাসা। কেউ যখন অভিনয়ের প্রশংসা করেন তখন যে পরিতৃপ্তি তার সঙ্গে কোনোকিছুরই তুলনা হয়না। সৌমিত্র কথায় কথায় বললেন, অভিনয় বা যাই হোক, যাই করেন, ভালোবাসা দিয়ে করেন। তবেই সাফল্য আসবে।

প্রসেনজিত ও সৌমিত্র দুজনেই অতনু ঘোষ পরিচালিত ‘ময়ুরাক্ষী’ ছবিতে অভিনয় করছেন। ছবির পরিচালক ও প্রযোজক দুজনেই হাজির ছিলেন আজকের প্রেস ক্লাবে। প্রসেনজিত বলেছেন, নাচ-গান, মারামারির রোলে অভিনয় এবং সিরিয়াস চরিত্রে অভিনয় তার জীবনে দুটোই সমান গুরুত্বপূর্ণ। তবে ময়ুরাক্ষীর মতো ছবিতে তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ জানান। এরকম ছবি আরো করতে চান বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*