আগামী জানুয়ারি মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানেই রাজ্য সরকার জলপথ পরিবহন পরিকাঠামোর নয়া ব্যবস্থা water roll on role of / roro service কে তুলে ধরা হবে। ইতিমধ্যে রাজ্য সরকার এই নয়া পরিকল্পনার জন্য বিশ্বব্যাংকের কাছে ১০২১ কোটি টাকার প্রস্তাব পেশ করেছে। যার মধ্যে বিশ্ব ব্যাংক দেবে ৭১৪ কোটি ৭০ লক্ষ টাকা আর রাজ্য সরকার বিনিয়োগ করবে ৩০৬ কোটি ৩০ লক্ষ টাকা। এই প্রস্তাব হলদিয়া থেকে ত্রিবেণী পর্যন্ত গঙ্গায় roll on role of/ roro পরিষেবার জন্য। রাজ্য সরকার এই ব্যবস্থা করবে ৮ টি জায়গা থেকে। হুগলী চন্দননগর থেকে উত্তর ২৪ পরগনার জগদ্দল, বর্ধমানের বালিয়া থেকে মুরশিদাবাদ লালগোলা, বর্ধমানের কাটোয়া থেকে নদীয়ার বল্লভ পাড়া, হুগলির বলাগড় থেকে নদীয়ার পায়রা ডাংগা, নদীয়ার শান্তিপুর থেকে হুগলির গুপ্তিপাড়া, হাওড়ার বাউরিয়া থেকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ থেকে কচুবেরিয়া, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম থেকে হলদিয়া। প্রতি roro তৈরি করতে 25 কোটি টাকা করে খরচ হবে। এছাড়া শিল্পক্ষেত্রের সঙ্গে এই পরিষেবাকে যুক্ত করতে নতুন জেটি তৈরি হবে। পাশাপাশি ৫৬ টির আধুনিকীকরণ হবে। vessel বা বড় জাহাজে নদী পার করা এই পরিষেবার অংশ.. শিল্প ক্ষেত্রে কোন মালপত্র গাড়ি vessel এর মাধ্যমে পারাপার করার নাম roro service.
– নবান্ন সূত্রের খবর
Be the first to comment