প্রয়াত অভিনেতা চিন্ময় রায়, শোকজ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রয়াত হলেন অভিনেতা চিন্ময় রায়। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৪০ সালের ১৬ জানুয়ারি বর্তমান বাংলাদেশের কুমিল্লায় জন্ম তাঁর। প্রথমে ছোটো ভূমিকায় অভিনয় শুরু করলেও পরে তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নেন। শেষ জীবনে ছবি পরিচালনা করার ইচ্ছা ছিল তাঁর।

গত বছরের জুনে ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন তিনি। তারপর থেকে নানা অসুস্থতায় ভুগছিলেন। এরপর গতকাল তাঁর মৃত্যু হয়। ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকেই অসম্ভব শারীরিক কষ্টে ভুগছিলেন। স্ত্রী গত হয়েছেন অনেকদিন আগে। পরিবারে রয়েছে এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে থাকেন চেন্নাইতে। তিনি কলকাতায় আসার পরই চিন্ময়বাবুর শেষকৃত্য সম্পন্ন হবে।

মূলত কমিক চরিত্রে তাঁকে দেখা যেত। তপন সিংহ পরিচালিত গল্প হলেও সত্যি ছবিতে তাঁর অভিনয় বিশেষ দাগ কেটে যায়। বড় পর্দায় টেনিদার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বসন্ত বিলাপ, ধন্যি মেয়ে, শ্রীমান পৃথ্বীরাজ, ননী গোপালের বিয়ে, ঠগিনীর মতো অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন।

আর বিশিষ্ট এই অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ১০৮/আইসিএ/এনবি
তরিখঃ ১৮/০৩/২০১৯

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। গত রাতে তিনি ৭৯ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চারমূর্তি, গুপী গাইন বাঘা বাইন,বসন্ত বিলাপ, প্রতিবাদ, ধন্যি মেয়ে, ননীগোপালের বিয়ে, ফুলেশ্বরী, সুদামা দ্য হাফ ম্যান সহ একাধিক চলচ্চিত্রে তিনি তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন।
পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বিশেষ চলচ্চিত্র সম্মান’ প্রদান করে।
তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হল।
আমি শ্রী চিন্ময় রায়ের পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।

                 *মমতা বন্দ্যোপাধ্যায়*

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*