সোমবার থেকে প্রথম দফার মনোনয়ন পেশ শুরু হচ্ছে। প্রথম দফা অর্থাৎ ১১ এপ্রিল, এরাজ্যের দু’টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। উত্তরবঙ্গের দু’টি কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোটগ্রহণ হবে। ওই দু’টি কেন্দ্রের ভোটের বিজ্ঞপ্তি আজ, সোমবার জারি হওয়ার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র পেশ করা শুরু হবে। পশ্চিমবঙ্গের দুটি লোকসভা কেন্দ্র ছাড়াও অন্যান্য রাজ্য যেমন, অন্ধ্রপ্রদেশে ২৫ টি আসন, অরুণাচল ২, অসম ৫, বিহার ৪, ছত্তিসগড় ১, জম্মু কাশ্মীর ২, মহারাষ্ট্র ৭, মেঘালয় ২, সিকিম ১, তেলেঙ্গানা ১৭, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশ ৮, উত্তরাখণ্ড ৫, আন্দামান ১, লাক্ষাদ্বীপ ১ টি আসনে ১১ এপ্রিল ভোট রয়েছে।
এই সবকটি আসনেই মনোনয়ন আজ থেকে শুরু হবে৷ আগামী ২৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। ২৬ মার্চ মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। এই দফার ভোটে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৮ মার্চ। দ্বিতীয় দফা ভোটে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু ১৯ মার্চ থেকে। ১৩টি রাজ্যের ৯৭টি আসনে ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল। তৃতীয় দফা ভোটে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু ৪ এপ্রিল থেকে।
Be the first to comment