কৃষকবন্ধুর পর এবার রূপশ্রীর মতো প্রকল্প নিয়েও নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে অভিযোগ। আর সেই প্রসঙ্গেই সোমবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, যে প্রকল্পগুলি আগে থেকেই চালু আছে সেই ধরনের মানবিক প্রকল্প অভিযোগ করে আটকে দিলে মানুষ তা ভালোভাবে নেয় না। বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে রাজ্য সরকার। রাজ্য সরকারের বেশ কয়েকটা সামাজিক প্রকল্প যেমন কৃষকবন্ধু, রূপশ্রী, সমব্যথী ইত্যাদি প্রকল্প চালু রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষ কবে মেয়ের বিয়ে দেবে তা ভোটের দিন দেখে ঠিক হয় না। আবার মানুষ কবে মারা যাবে তাও ভোটের দিন দেখে ঠিক হয় না। মানুষের মৃত্যুর পর তাদের সৎকারের জন্য সমব্যথী প্রকল্প দীর্ঘদিন ধরে চালু রয়েছে। এই ধরনের মানবিক প্রকল্প বন্ধ করে দিলে মানুষ তা ভালোভাবে মেনে নেয়না।
পাশাপাশি নির্বাচনী ইস্তেহারের বিষয়টি নিয়ে তাঁর দল চিন্তাভাবনা করছে বলেও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ হলেও অন্য বোর্ডের পরীরক্ষা চলছে। তৃণমূল কখনও পরীক্ষার্থীদের অসুবিধে করে কোনও কাজ করে না।
অন্যদিকে এদিন দোল ও হোলি উপলক্ষে দুদিন সরকারি ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হোলিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানালেন মমতা। উল্লেখ্য, রবিবারের বিধ্বংসী ঝড় আছড়ে পড়ে গোটা রাজ্যে। মৃত্যু হয় দু’জনের। আর সেবিষয়েই সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও মানবিক সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে সবাই পান সে বিষয়ে মুখ্যসচিব মলয় দে-কে কমিশনের সঙ্গে কথা বলতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রূপসী, সমব্যথী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধুর মতো প্রকল্পগুলির সুবিধা থেকে যাতে কেউ না বঞ্চিত হন তার জন্যও কমিশনের কাছে আর্জি জানানো হবে বলেও জানা গিয়েছে।
সোমবার নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দেখুন ভিডিও-
Be the first to comment