গোয়ার নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

Spread the love

ছবি- (এএনআই)

গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাওয়ান্ত। তিনি বর্তমানে গোয়া বিধানসভার অধ্যক্ষ। মনোহর পর্রিকরের মৃত্যুর পর গোয়ার মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। আসন সংখ্যার বিচারে গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বর্তমান বিধায়কের সংখ্যা ৩৬। কংগ্রেসের আসন সংখ্যা ১৪। বিজেপির আসন ১২। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটের হাতে আছে মোট ২১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গড়ার দাবি জানিয়ে চিঠি দেয় কংগ্রেস।

এরপর সোমবার বিজেপির তরফে গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। তাঁর নাম ঘোষণা হওয়ার পর প্রমোদ সাওয়ান্ত বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা পালনের চেষ্টা করব। আমি আজ যেখানেই আছি তা মনোহর পারিক্করের জন্য। উনিই আমাকে রাজনীতিতে এনেছিলেন। ওঁনার জন্যই আমি স্পিকার হই আর আজ মুখ্যমন্ত্রীও হলাম।

তবে আবেদন করা সত্বেও তাদের সরকার গঠনে না ডাকায় ক্ষুব্ধ গোয়া কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*