অভিনব উপায়ে প্রচার শুরু করলেন হাওড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। খেলার মাঠে যার পায়ের জাদু মুগ্ধ করতো সবাইকে, গত ৫ বছর সাংসদ হিসাবে তাঁর পারফরমেন্সে খুশি এলাকার লোকেরা। তবে এই হাওড়া কেন্দ্রের মানুষজনের কাছে পৌঁছনোর জন্য একটি অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। থিম সং তৈরি করে উন্নয়নের খতিয়ান দিয়ে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। একঘেয়েমি ভোট দিন, ভোট দিন না বলে বা আমি এই করেছি ওই করেছি মুখে বললে মানুষের কাছে যতটা পৌঁছনো যায় সুরেলা কণ্ঠে গানের মাধ্যমে তার থেকে অনেক সহজেই মানুষের কাছে পৌঁছনো যায়। এমনই মত ভোট প্রার্থী প্রসূনের।
এই থিম সংয়ের পাশাপাশি আরও কতগুলি গান গাওয়া হয়েছে। গানগুলি যে তরুণ শিল্পী গেয়েছেন তার নামও প্রসূন ব্যানার্জি। গানগুলি লিখেছেন প্রবীর বিশ্বাস, সুর দিয়েছেন অনির্বাণ। এই সিডিটি বুধবার ১৮ মার্চ ২০১৯ রামরাজাতলায় প্রসুন বন্দ্যোপাধ্যায়ের অফিসে প্রকাশিত হলো। এই সিডিটি বিনামূল্যে ভোটারদের বিতরণ করা হবে বলে জানান তিনি। খেলার মাঠে নিপুন পায়ের জাদুতে বল গোলে পাঠানোয় জুড়ি মেলা ভার ছিল তাঁর। রাজনীতির ময়দানেও ২০১৪ সালে লক্ষভেদ করেন তিনি। দ্বিতীয়বারের জন্য তাঁর রণকৌশল কতটা ফলপ্রসূ হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত। তবে হাওড়ার লোকসভা কেন্দ্রের ভোটারদের অধিকাংশের বক্তব্য রাজধানী এক্সপ্রেস এবারেও ঠিক সময়ে ছাড়বে অর্থাৎ হাওড়া থেকে দিল্লি পৌছনোয় কোনও বাধা নেই প্রসূনের।
হাওড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায় গানে অভিনব প্রচার। দেখুন রোজদিন এক্সক্লুসিভে।
Be the first to comment