পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ওয়েস্টমিনস্টার আদালত। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।
উল্লেখ্য, ১৩ হাজার কোটি টাকা প্রতারণা করে দেশ ছেড়ে পালিয়েছেন নীরব মোদী। তাঁকে দেশে ফেরানো নিয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এমনকী, কয়েকদিন আগে তাঁকে লন্ডনের রাস্তায়ও দেখা যায়। দা টেলিগ্রাফের একটি রিপোর্ট অনুযায়ী লন্ডনের সোহো এলাকায় হিরের ব্যবসা শুরু করেছেন তিনি।
লন্ডন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই যেকোনও সময় নীরব মোদীকে গ্রেপ্তার করা হতে পারে। তার সবরকম প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। যদি আদালত নির্দেশ দেয় তবে তাঁকে ভারতে প্রত্যার্পণও করা হতে পারে। তবে প্রত্যর্পণের নির্দেশের বিরুদ্ধে নীরব মোদী আদালতে আবেদনও করতে পারেন বলে জানা গিয়েছে।
Be the first to comment