লোকসভা নির্বাচনে লড়ছেন না বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। তিনি সাফ জানিয়েছেন বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মাথায় রেখে তিনি লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। উত্তরপ্রদেশে সপা-র সঙ্গে জোট করে ভোটে লড়ছে বসপা কিন্তু লোকসভা ভোটে হঠাত্ মায়াবতীর না লড়ার সিদ্ধান্ত বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মায়াবতীর কথায়, আমি জানি, আমি যে কোনও আসনেই জিততে পারি। আমাকে খালি মনোনয়ন পত্র জমা দিতে হবে। বাকিটা আমার দলের কর্মীরা বুঝে নেবেন। বিজেপিকে হারাতে আরএলডি ও সপা-র সঙ্গে শক্তিশালী জোট গড়েছি আমরা। আমাদের কাছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ হলো, বেশি করে আসন জেতা। আমার একটি আসনে জেতা নিয়ে কিছু এসে যায় না। আমি আন্দোলনের স্বার্থে এর আগে রাজ্যসভায় পদত্যাগ করেছি।
Be the first to comment