বাংলায় প্রথম দফার ভোট শুরু হতে আর মাত্র হাতে গোনা দুসপ্তাহ সময় বাকি। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি। কার্যত প্রত্যেকদিন তালিকা প্রকাশ হওয়ার জল্পনা তৈরি হলেও দিনের শেষে দেখা যায় তালিকাই তৈরি হয়নি। লোকসভা ভোট ঘোষণা হওয়ার ঠিক পরের দিনই রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এরপর ধীরে ধীরে আলাদা আলাদা নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস এবং বামফ্রন্ট। কিন্তু এই মুহূর্তে ভোটের প্রায় দুসপ্তাহ আগেও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না বিজেপি।
যদিও এই যুক্তি মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থী তালিকা এখনও পর্যন্ত প্রকাশ না হওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতির দাবি, ওস্তাদের মার শেষ রাতেই হয়। যে ছাত্ররা পাড়া জাগিয়ে পড়ছে আগে থেকে, তাদের রেজাল্ট সবাই জানে কী হবে। আমরা তৈরি, নাম ঘোষণা হলেই নেমে পড়বো। কিন্তু এদিন দিলীপ ঘোষের সাফ বক্তব্য, সমস্ত কিছু তৈরি রয়েছে। সময় হলেই সবাই প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়বে।
Be the first to comment