জামিন পেলেন না পিএনবি জালিয়াতি কান্ডের মূল অভিযুক্ত নীরব মোদী। আপাতত পুলিশ হেফাজতে থাকতে হবে তাঁকে। জানা গিয়েছে, ২৯ মার্চ পরবর্তী মামলার শুনানি হবে ওয়েস্টমিনস্টার আদালতে। শুনানি হবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টে। উল্লেখ্য, এদিন আদালতে নীরব মোদী জানিয়েছেন, তিনি ভারতে ফিরতে চান না। তার জন্য ৯ দফা কারণ দেখিয়েছেন তিনি। নীরবের এই আবেদনের উপরেও শুনানি হবে আদালতে। মামলার গুরুত্ব বুঝে জামিনের আবেদন খারিজ করা হয়েছে। বুধবারই লন্ডন থেকে গ্রেফতার করা হয় নীরব মোদীকে।
এদিকে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে নীরব মোদিকে প্রত্যার্পণের আবেদন জানিয়েছে ইডি। সোমবার সেই আবেদনের পরই নীরবকে গ্রেফতার করা হয়।
Be the first to comment