বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয় বিজেপির প্রথম ও দ্বিতীয় প্রার্থী তালিকা। আর তার ২৪ ঘন্টার ব্যবধানে প্রকাশিত হলো বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা। আগের তালিকায় সমগ্র দেশের ২০টিরও বেশি রাজ্যের প্রায় ১৮৪ টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় দফায় চার রাজ্যের মোট ৩৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখনও অনেক আসনেই প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে বৃহত্তম রাজনৈতিক দলের। শুক্রবার অন্ধ্রপ্রদেশ, অসম, মহারাষ্ট্র, মেঘালয় এবং ওডিশার প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ওডিশার পুরী থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন সম্বিত পাত্র।
লোকসভা ভোটের সঙ্গে ওডিশা এবং অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ওই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য যথাক্রমে ৫১জন এবং ২২ জন প্রার্থীর নাম শুক্রবারে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মেঘালয়ের সেলসেল্লা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি।
Be the first to comment