আজ দক্ষিণেশ্বরের মহামিলন মঠে অখিল ভারত জয়গুরু সম্প্রদায় আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দৃঢ়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে সওয়াল করেন এবং সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন।
তিনি বলেন বাংলার সংস্কৃতি এতটাই সুন্দর, এতটাই শান্ত, এমনই সহ্যশীল, এমনই সভ্যতার দিশা যা না দেখলে বোঝা যায় না। ধর্ম মানে ধর্মান্ধতা নয়। ধর্মতো অনেক বড়। ধর্ম একটা হৃদ সাগর।
তিনি বলেন, দেখুন বেলুর মঠের ভিতরে একটি দরগা আছে। আমি মহারাজদের জিজ্ঞাসা করেছিলাম মন্দিরের ভিতরে দরগা? মহারাজরা বলেছিলেন এটা চিরকাল ধরে আছে। ওরা ওদের মতো প্রার্থনা করে। আমরা আমাদের মতো পুজো করি।
কেউ কেউ ধর্মের নামে বিদ্বেষ ছড়ায়। বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলেছিল ভারতবর্ষ। আর যারা ধর্মের নামে বিদ্বেষ শেখায় আমি তাদেরকে ধর্মীয় বলে মনে করি না। আমি সব ধর্মকে নিয়ে থাকতে ভালোবাসি।
মনে রাখবেন আমাদের মধ্যে নানা রুচি, বৈচিত্রের মধ্যে ঐক্যের পরিচয় বাংলায় পাওয়া যায়। এই পৃথিবীটা কত বড়, আকাশের কি কোনও সীমারেখা আছে? গঙ্গার কি কোনও সীমারেখা আছে? তাই ধর্মেরও কোনও সীমারেখা নেই। ধর্মের যত উদার হবে তত সব মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারবে।
তিনি আরোও বলেন ধর্ম মনের শান্তি, আত্মপ্রত্যয়, ভালোবাসা, মানবিকতা, শিক্ষা, ও সংস্কৃতি আনে। পিতা-মাতার শেখানো বিদ্যাতেই আমরা ধর্ম কি অনুভব করতে পারি। বিদ্বেষ এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে কিছু বললেই বলবে, তুমি পাকিস্তানি, আমি সাচ্চা হিন্দুস্তানী।কিন্তু আমরা সবাইকে ভালবাসব, একসাথে চলব, খেলবো, দৌড়াব, গড়ব, তৈরী করব, মানুষকে ভালোবাসব, কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াব। এর থেকে বড় আর কিছু নেই। ধর্ম মানে মানবিকতা এটাই সত্য।
Be the first to comment