মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেই অনশন প্রত্যাহার করলেন অনশনকারীর া

Spread the love

অবশেষে উঠল SSC চাকরীপ্রার্থীদের অনশন। আজ ২৮ দিন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই অনশন ওঠে। গতকাল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অনশনস্থলে যান এবং অনশনকারীদের সাথে কথা বলেন।

বৃহস্পতিবার বিকাশ ভবনে স্কুল শিক্ষা দফতরের অফিসারদের সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে গিয়েছিল অনশনকারীদের একটি প্রতিনিধি দল। সেখানে স্কুল শিক্ষা দফতরের সচিবের সঙ্গে তাঁরা বৈঠক করেন। তারপরই মেয়ো রোডে ফিরে এসে অনশন প্রত্যাহারের কথা জানান তাঁরা।

আজ অনশন তোলার ঘোষণার সময় চাকরিপ্রার্থীরা বলেন, ‘মুখ্যমন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে। তিনি যা করবেন সেটা ভেবেচিন্তেই করবেন।’ সেইসঙ্গে যাঁরা এতদিন অনশনকারীদের পাশে ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*