তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াকে তাদের প্রচারের ক্ষেত্রে একটা বড়ো মাধ্যম করে নিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে আর পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস এমনটাই দাবী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
সোশ্যাল মিডিয়ার প্রচার জোরদার করতে তৃণমূলের পক্ষ থেকে কিছু মাস আগেই প্রতিটি লোকসভা অনুযায়ী ফেসবুকে তৈরী করা হয় একটি করে অফিসিয়াল পেজ। সেই লোকসভা অন্তর্গত দুজন দলীয় সদস্যকে করা হয় ঐ পেজের অ্যাডমিন যারা উন্নয়নমূলক প্রচার চালাবে বলে জানা যায়। অবশ্যই সেই দুজন অ্যাডমিনের নাম জেলার যুব সভাপতির সম্মতিতে নেওয়া হয়।
এভাবেই চলতে থাকে দলের প্রচার। ইদানিং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজ থেকেও তাঁর প্রায় সব অনুষ্ঠানের ফেসবুক লাইভ চালানো হচ্ছে। তাই দেখে উদ্বুদ্ধ হচ্ছে কর্মীরাও, তারাও বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার এমনটাই দাবী অনেকের।
আর এই সোশ্যাল মিডিয়াতেই তৃণমূল কংগ্রেসের কিছু পোস্ট, ভিডিও, স্লোগান ভিডিও ভাইরাল হয় কিছুদিন আগেই। এবারেও তৃণমূল কংগ্রেসের নতুন ভিডিও ট্যাগলাইনে ‘প্রধানমন্ত্রীজবাবদাও’ সেখানে কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সাথে সবুজসাথী – কন্যাশ্রীর তফাত দেখানো হয়েছে।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় দুদিন আগেই ভাইরাল হয় ‘এই বিজেপি আর না’ ট্যাগলাইনের স্লোগান যেটা দিয়ে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনও চলছে৷
Be the first to comment