আজ বিধানসসভায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যা যা বললেন,
১) কর্ম সংস্থানে আজ বিভিন্ন ডিপার্টমেন্টে ১২০০ নতুন পদ সৃষ্টি হলো। বিভিন্ন কলেজ, স্কুল এবং সরকারী ডিপার্টমেন্টে নানা ক্যাটাগরিতে ১০০০ পোস্ট তৈরী হলো। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং কন্ডাকটর যোগ করলে ১২০০ এর ওপর হবে বলে জানালেন পার্থ চ্যাটার্জী।
২) কৈখালি আন্দোলনের জমি ফিরিয়ে দেওয়া হবে। সিঙ্গুরের মতো ৫২ জনের জমি ফিরিয়ে দেওয়া হবে। মোট জমি ১১,৪৪২ একর।
……
৩) ভদ্রেশ্বর-এর চেয়ারম্যান খুনের তদন্ত ভার নিলো সি.আই.ডি।
৪) দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড এর পুরজ্জীবনের প্রস্তাব গৃহীত হলো ক্যাবিনেটে। একটা মন্ত্রী গোষ্ঠী গঠন হয়েছিলো। সেই গোষ্ঠী যে প্রস্তাব দিয়েছিল তা পাশ হয়ে গেলো। দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড একই নামে পশ্চিম বঙ্গে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত রাজ্য সরকারের পূর্ণ মালিকাধীন সাবসিডিয়ারি হিসাবে থাকবে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩০০০ জন চাকরি করবে। সবার চাকরির নিরাপত্তা থাকবে। ৬৬০০ মেগাওয়াট প্রোডাকশন ক্ষমতা হবে। দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড থাকবে। কর্মচারীদের কোনো সমস্যা থাকবে না।
Be the first to comment