হাম নিভায়েঙ্গে” নামক ৫৫ পাতার ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

Spread the love

মাসানুর রহমান : ৫৫ পাতার ‘হাম নিভায়েঙ্গে’ ইস্তেহারে কর্মসংস্থান, শিল্প,ন্যূনতম আয় যোজনা- সহ নানা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস । ১০০ দিনের বদলে এবার মিলবে ১৫০ দিনের কাজ ৷ নাগরিকত্ব বিল প্রত্যাহার নিয়েও বিশেষ আশ্বাস দিয়েছেন রাহুল । একাধিক প্রতিশ্রুতিসহ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷ একইসঙ্গে ইস্তেহারে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও বিশেষ জোর দিয়েছে কংগ্রেস ৷ শিক্ষায় বরাদ্দবৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নের কাজেও ব্যবহার হবে জিডিপি-র ৬ শতাংশ ৷

দারিদ্র্যতা, কৃষি সমস্যা, কর্মসংস্থান-সহ একাধিক বিষয়েই দেশ জুড়ে ক্ষোভে মানুষজন। আর তাই ২০১৯-এর ভোটে কংগ্রেসের হাতিয়ার এগুলোই। মোদির জমানায় কয়েক যোজন পিছিয়ে পড়া দেশকে ফের উন্নয়নের রাস্তায় ফিরিয়ে আনাই হবে সরকারের এসে কংগ্রেসের প্রথম প্রচেষ্টা এমনটাই জানিয়েছেন রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*