ছবি- (এএনআই)
ভিডিও- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)
আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনারা কেমন আছেন? কয়েকজন মোদীর বিরোধীতা করতে করতে দেশের বিরোধিতা শুরু করেছে। ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। এই সমস্ত সাফল্য কার জন্য সম্ভব হয়েছে? সার্জিকাল স্ট্রাইক, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, ডিজিটাল ইন্ডিয়া, কলকাতা থেকে বারাণসী পর্যন্ত গঙ্গায় নৌকাবিহার সব এই সরকারের আমলে হয়েছে। ভারত আগে যা করছে তা স্বপ্নে ভাবা যায়নি। আমি আজ রিপোর্ট কার্ড নিয়ে আপানাদের সামনে এসেছি। আপনাদের ভালোবাসা আমি সুদে আসলে ফেরত দেব। বুধবার শিলিগুড়িতে নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয়ে আক্রমণ করার পর ব্রিগেডে জনসভা করেন নরেন্দ্র মোদী।
এদিন মোদী আরও বলেন, আপনাদের চৌকিদার আপনাদের স্বপ্ন সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সবাই মিলে তাঁদের স্বপ্ন সফল করব। আমি ও আপনারা বাংলার বীর বিপ্লবীদের স্বপ্নের চৌকিদার। তবে এদিন ব্রিগেডের সভামঞ্চ থেকে মোদী মনে করিয়ে দেন যতদিন পর্যন্ত লক্ষ্যে সফল না হচ্ছি, আমি বিশ্রাম নেব না।
মোদী আরও বলেন, রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি আমার জীবনকে গড়ে দিয়েছিলেন। তাঁর আদেশেই আমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। বাংলার মাটি আমাকে আদেশ দিয়েছিল দেশের সেবাই আমার নিয়তি। বাংলার বিপ্লবীরা যেভাবে ইংরেজদের থেকে ভারতকে মুক্ত করেছিল, তেমনি বাংলার লোক নিজেদের এই পরিবারতন্ত্র থেকেও মুক্ত করবে। বাংলার মাটি দেশভক্তদের মাটি।
এদিন মোদী দলের নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভোটে আমরা উন্নতির চরম শিখরে উঠব। আমি ও আপনারা মিলে এমন বাংলা তৈরি করব, যা বাম ও তৃণমূলের গুন্ডাদের থেকে মুক্ত হবে। পাশাপাশি নরেন্দ্র মোদী প্রশ্ন করেন কেন মোদী হঠাও? আমি কী দোষ করেছি?
অন্যদিকে কংগ্রেসের ইস্তাহার প্রসঙ্গে মোদী বলেন, এই ইস্তাহার পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের প্রশ্রয় দেবে। যে আইন জঙ্গি উপদ্রুত এলাকায় সেনাদের সুরক্ষা দেয় সেই আইন কংগ্রেস উঠিয়ে দেবে বলেছে। ইস্তাহারে কংগ্রেস বলেছে, সেনাদের সুরক্ষা কবচ হটিয়ে দেবে। কাল আপনারা দেখেছেন কংগ্রেস ইস্তাহার প্রকাশ করেছে। নমো আরও বলেন, আগের সরকারের সার্জিকাল স্ট্রাইক করার হিম্মত ছিল না। মহাকাশে স্যাটেলাইট ধ্বংসের এই সাফল্যকে সারা বিশ্ব কুর্নিশ করেছে কিন্তু আমাদের দেশের কেউ এটাকে বলছে নাটক।
এদিনের জনসভায় কী বললেন নরেন্দ্র মোদী?
দেখুন ভিডিও!
Be the first to comment