তৃণমূলের আবর্জনা বিজেপির সম্পদ, সিপিএম -কংগ্রেস সম্পর্কে যত কম বলা যায় তত ভালোঃ অভিষেক

Spread the love

মাসানুর রহমান,

আজ কোচবিহারের জোড়া নির্বাচনী সভা থেকে বিজেপি,সিপিএম, কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী বলেছিলেন, আচ্ছে দিন আসবে, বছরে ২ কোটি বেকারের চাকরি হবে, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকবে। অথচ কেউ কিচ্ছু পায়নি। আমরা দেখেছি বিজেপি সাধারণ মানুষের টাকা মেরে দিল্লীর বুকে ১২০০ কোটি টাকা খরচ করে তাদের ৭ তারা পার্টি অফিস তৈরী করেছে। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে কোনওদিন চা বিক্রী করতে দেখি নি। কিন্তু, মুখ্যমন্ত্রীকে দেখেছি টালির চালে থেকে সারা বাংলার উন্নয়নের ধারা পরিচালনা করতে।

তিনি আরোও বলেন, যেসব দাগী আসামীদের তৃণমূল কংগ্রেস গ্রামসভায় টিকিট দেয়নি, তাদের বিজেপি লোকসভায় টিকিট দিয়েছে। এটাই বিজেপির দৈন্যতা। এটাই চৌকিদারের আসল চেহারা। যাকে বিজেপি এখানে প্রার্থী করেছে, তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল। আজ হঠাৎ করে তদন্ত থেমে গেলো তাদের বিরুদ্ধে।ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, তিনি চা বিক্রী করেন, এখন বলছেন তিনি চৌকিদার। ওনার মত চৌকিদার ভারতবর্ষের দরকার নেই। যে চৌকিদার থাকতে নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া দেশের হাজার হাজার কোটি টাকা মেরে বিদেশে পালিয়ে যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রান্নার গ্যাস, কেরোসিন তেল, পেট্রোলের দাম, ডিজেলের দাম এই চার বছরে বহুগুণ বেড়েছে। আসলে বিজেপি যত হারবে দ্রব্যমূল্য তত কমবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*