দীর্ঘ দু বছর পর আজ পাহাড়ে আসছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং৷ তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাজ্য পুলিশ৷ সূত্র থেকে জানা যায় বাগডোগরায় যাবেন বিমল গুরুং। ফলে নতুন করে পাহাড় উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলেই পাল্টা ব্যবস্থা নিতে পারে রাজ্য পুলিশ ৷ ২০১৭ সালের জুন মাসে পাহাড়ে অশান্তির পর থেকেই ফেরার বিমল ৷
প্রসঙ্গত ভোটে দাঁড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গুরুং, রোশন গিরিরা৷ তবে শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি নবীন সিংয়ের বেঞ্চ গুরুংদের আবেদন খারিজ করে দিয়ে মামলাটি ফিরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টে। ফের ১৮ এপ্রিল দার্জিলিং ভোটে গুরুং, রোশনদের মতপ্রকাশের সুযোগ দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গুরুংদের আইনজীবী মুকুল রোহতাগি ৷
Be the first to comment