আবারও রেপো রেট কমালো আরবিআই

Spread the love

আবারও রেপো রেট কমালো আরবিআই ৷ গত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ৷ ফেব্রুয়ারির পর ফের ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ২৫bps কমায় এখন রেপো রেট হল ৬ শতাংশ ৷ এর ফলে সস্তা হতে পারে বাড়ি ও গাড়ির ঋণ ৷

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে দায়িত্ব নিয়েছেন আরবিআইয়ের নতুন গভর্নর। শক্তিকান্ত দাস দায়িত্ব নেওয়ার আগে অক্টোবর- ডিসেম্বরে ঋণ নীতিতে বদল করেনি আরবিআই। কিন্তু ২০১৯-এ ফেব্রুয়ারির পর ফের একবার রেপো রেট কমাল আরবিআই।

এদিকে ভোটের ঠিক আগে নতুন আর্থিক বছরে রেপো রেট ২৫bps কমানোর বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ আরবিআইয়ের ঋণ নীতি কমিটি রেপো রেট কমানোর পক্ষে ৪-২ ভোট দেন ৷ যার পরেই দু’মাসের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার রেপো রেট কমালো আরবিআই ৷ আরবিআইয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় সরকারও।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*