ভারতীয় সেনাবাহিনীকে মোদীজি কি সেনা বলে উল্লেখ করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শোকজ নোটিস দিল নির্বাচন কমিশন। আগামী ৫ এপ্রিলের মধ্যে তাঁকে জবাব দিতে হবে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক গত ৩১ মার্চ গাজিয়াবাদের এক সভায় যোগী আদিত্যনাথ যে ভাষণ দিয়েছিলেন, তার বয়ান চেয়ে পাঠান। এর পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রীকে শো কজ নোটিস দেওয়ার অর্থ প্রাথমিক ভাবে মনে হচ্ছে, তাঁর বক্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। ওই সভায় ভাষণ দিতে গিয়ে পুলওয়ামা হামলা প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা জঙ্গিদের বুলেট ও বোমা খাওয়ায়। তিনি আরও বলেন, মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার শুধু জঙ্গিদের বাসস্থানই ধ্বংস করছে না, পাকিস্তানের কোমরও ভেঙে দিচ্ছে।
তাঁর এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছিল বিরোধীরা। প্রাক্তন নৌসেনা প্রধান এল রামদাসও এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছেন। নির্বাচন কমিশনে বারবার আদর্শ আচরণ বিধি যাতে লঙ্ঘিত না হয়, তা খেয়াল রাখার জন্য নোটিস জারি করেছে।
Be the first to comment