পিয়ালি আচার্য,
ICCR-এ ৭ই এপ্রিল হতে চলেছে একটি সভা। প্রতিদিনই ICCR-এ কিছু না কিছু অনুষ্ঠান হয় কিন্তু ৭ই এপ্রিল দিনটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কারণ এই সেমিনারে বক্তা হলেন কলকাতার প্রাক্তণ মেয়র ও মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা শোভন চট্টোপাধ্যায়। “The interface of Religion, Spirituality and Politics in today’s Bengal” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে নাম রয়েছে শোভন চ্যাটার্জির, অপর একদিকে সম্মানীয় অতিথি (Guest of honour) পদে আসার কথা দিয়েছেন বিধানগরের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত। বক্তা হিসাবে থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং ভারত সেবা আশ্রম সংঘের মহারাজ দিব্যানন্দ। ICCR-এর যামিনী রায় গ্যালারিতে সন্ধ্যা ৬-৮ পর্যন্ত হবে এই আলোচনা সভা।
লোকসভা নির্বাচন শুরুর একেবারের প্রাক মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শোভন, সব্যসাচী ও বৈশাখী একই মঞ্চে থাকা রাজনৈতিক পর্যবেক্ষকদের নতুন করে ভাবাচ্ছে। তবে কি শোভন, সব্যসাচী একই পথের পথিক হতে চলেছেন?
Be the first to comment