আমার কাছে জনগণই সবচেয়ে মূল্যবান, আমাদের দিল্লির লাড্ডু চাই নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

শুক্রবার শিলিগুড়ির নকশাল বাড়ির জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যাপক অমর সিং রাইয়ের সমর্থনে প্রচার করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

বদলে দিন, বদলে দিন বিজেপিকে পাল্টে দিন।  নকশালবাড়িতে আজ নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, নোটবাতিলের টাকা লুটে এখন নির্বাচনের সময় টাকা দিতে এসেছে। মোদী কাজ করেননি, টাকা দেননি। দালালি করছে। ১৫ লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে বলে দেয়নি।

এছাড়াও এদিনের সভামঞ্চ থেকে মোদীর সরকার চলে গেলে ১০০ দিনের কাজ ২০০ দিন করে দেবো বলেও প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী আমরা তোমার ভিক্ষা চাই না। আমরা UNESCO-তে প্রথম পুরস্কার পেয়েছি। আমরা এক কোটি ছাত্রকে সাইকেল দিয়েছি। আমরা স্বাস্থ্য সাথী তৈরি করেছি। সাফারি পার্ক, চিড়িয়াখানা করে দিয়েছি। কৃষিজমিতে খাজনা মকুব করেছি। আমরা ২ লাখ শিল্পীকে পরিষেবা দিয়েছি। আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। তবে পাঁচ বছরে শিলিগুড়িকে কী দিয়েছেন মোদী? ট্রেন পরিষেবা, রাস্তা, ফ্লাইওভার সব আমরা করে দিয়েছি। পাশাপাশি মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, চৌকিদার ঝুটা হ্যায়, আমি আসল চৌকিদারকে সম্মান করি। আমার কাছে জনগণই সবচেয়ে মূল্যবান। আমাদের দিল্লির লাড্ডু চাই  না।  

মমতা বলেন, বিজেপি বলেছিলো ভোট দিলে গোর্খাল্যান্ড বানিয়ে দেবে, সব ভাগ করে দেবে। তারপর সব ভুলে গেল তারা। আমি পাহাড়ে বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। পাহাড় সমতল সব একসঙ্গে কাজ করতে চাই। আমরা শান্তিতে কাজ করতে চাই। আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমরা দাঙ্গা, বিবাদ, খুন চাই না। দার্জিলিং, এই সিটটা আমাদের কাছে গর্বের সিট। এবার একজন ভূমিপুত্রকে টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন পাহাড় ভালো থাকলে ব্যবসা ভালো হবে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন ভিডিও!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2322312078039535/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*