গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের মনোনয়ন পেশের শেষ দিনে ১৪ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করল কংগ্রেস। এই তালিকায় টিকিট দেওয়া হয়নি দলের ৪ বর্তমান বিধায়ককে। অন্যদিকে, অনগ্রসর শ্রেণীর নেতা অল্পেশ জালা কে প্রার্থী করেছে কংগ্রেস। প্রসঙ্গত, আসন্ন ভোটে হার্দিক প্যাটেল, মেভানি ও অল্পেশের মতো বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সমর্থন নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে কংগ্রেস। দ্বিতীয় দফার ভোটে রবিবার রাতেই ৭৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। আর সোমবার বাকি ১৪ টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস।
অন্যদিকে, সোমবার মনোনয়ন পেশ করল বিজেপিও। শেষ দফার মোট ৩৪ জনের প্রার্থীতালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। বিজেপির তালিকায় জায়গা করে নিতে পারেননি আনন্দের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রোহিত প্যাটেল। নির্বাচণী দৌড় থেকে ছিটকে গিয়েছেন নাগরজি ঠাকুর, আর এম পটেল ও বিঞ্চিয়া ভুরিয়ার মতো নেতারা। এছাড়া, টিকিট দেওয়া হয়নি হেভিওয়েট প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলকে। যদিও আনন্দীবেন আগে থেকেই নির্বাচণে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই জানিয়েছিলেন। টিকিট পেয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা দলের মুখপাত্র জয়নারায়ণ ব্যাস। তিনি সিদ্ধিপুর আসন থেকে লড়বেন। এছাড়া টিকিট পেয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক তেজশ্রীবেন প্যাটেল। চূড়ান্ত তালিকায় ১২ জন বর্তমান বিধায়ককে রাখা হয়েছে। আগামী ৯ ও ১৪ ই ডিসেম্বর গুজরাটে দুদফায় ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে ১৮ই ডিসেম্বর।
Be the first to comment