বিজেপির প্রতিষ্ঠা দিবসে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা। প্রসঙ্গত, ৯ দিন আগেই তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন। আর বৈঠকের পরই কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। অবশেষে শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন। শত্রুঘ্ন সিনহা বিহারের পাটনা সাহিব থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই এলাকায় বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করেছে।
এদিন শত্রুঘ্ন বলেন, আমরা দেখেছি গণতন্ত্র কীভাবে স্বৈরাচারে পরিণত হয়েছে। বিজেপি ওয়ান ম্যান শো, ২ মেন আর্মি। সবকিছু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হয়। মন্ত্রীরা মুক্তভাবে কাজ করতে পারে না। আডবানিজিকে পরিদর্শক মণ্ডলীতে পাঠানোর আগে কোনও বৈঠক হয়নি। সমালোচনা করি বলে আমাকেও কোনও মন্ত্রীসভার পদ দেওয়া হবে না বলা হয়েছিল।
Be the first to comment