আজ ৭ই এপ্রিল নরেন্দ্র মোদী জনসভা করলেন কোচবিহারের রাসমেলা ময়দানে। আর তাঁর প্রতিপক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরেই করছেন দুটো জনসভা৷ দুপুর ১:৩০ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা জলপাইগুড়ির চূনাভান্ডারে, বিকেল ৩টেয় আবারও জনসভা করবেন আলিপুরদুয়ারের ফালাকাটায়৷ নরেন্দ্র মোদী তাঁর পশ্চিমবঙ্গে আসার আগে প্রচারে তিনি লিখেছিলেন ‘আমি আসছি’। কিন্তু তাঁর এই রাজ্যে আগমন যে ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবেনা সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাঁর বক্তৃতায় তুলে ধরেছেন। মোদী মমতার দ্বৈরথে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।মোদী তাঁর ভোটপ্রচারে তীব্র আক্রমণ করেন মমতাকে। মোদী যাই বলুননা কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। ইউনাইটেড ইন্ডিয়া সরকার গঠন করবে, মোদী সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে একথা বারবার বলছেন মমতা৷ এখন আজকের এই প্রবল প্রতিপক্ষের বাগযুদ্ধ কোথায় দাড়ায় সেটা দেখার জন্যই সকলে অপেক্ষারত।
Be the first to comment