বিজেপির বসন্তের কোকিল শুধু নির্বাচনের সময় বাংলায় আসেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

আজ জলপাইগুড়ির চূড়াভাণ্ডারে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, যে ওরা বসন্তের কোকিল, শুধু নির্বাচনের সময় আসে। বছরের পর বছর উত্তরবঙ্গ অবহেলিত হয়েছে। এখন এখানে অনেক উন্নয়ন হয়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটক করে উদ্বোধন করতে এসেছিলেন, এক পয়সাও দেয়নি, জমিও দেয়নি। ওনার উদ্বোধনের পরও চালু হয়নি, আমরা এসে চালু করেছি, কারণ ওনার কাজটা ধাপ্পা আর আমাদের কাজটা আসল। ২০১৬ নির্বাচনের আগে মাদারিহাটের সভায় এসে মোদী বাবু বলেছিলেন কেন্দ্রীয় সরকার ৭টি চা বাগান অধিগ্রহণ করবে। আজ পর্যন্ত একটাও করেনি। সব মিথ্যে কথা আর ভাঁওতা।

তিনি আরোও বলেন, নির্বাচনের আগে বসন্তের কোকিলের মত ডাকতে আসে আর নির্বাচন চলে গেলে বাবুরা পালিয়ে যায় আর কোন খোঁজ থাকে না। আমরা ৩৬৫ দিন মানুষের জন্য কাজ করি। আগে জঙ্গলমহলে বছরে ৪০০ লোক খুন হত, পাহাড়ে আগুন জ্বলত তখন তো মোদী বাবুর আর বিজেপির নেতাদের টিকি দেখা যেত না।
কোথায় ছিলেন তারা? আজ যখন বাংলা ভালো আছে তখন আপনাদের হিংসে হচ্ছে? খালি উল্টোপাল্টা কাজ করছেন মিথ্যে কথা বলে যাচ্ছেন। পাহাড় ভালো ছিল। বিজেপি আর দিল্লির বাবুরা এসে পাহাড়ে দাঙ্গা লাগিয়েছিল, আগুন লাগিয়েছিল, পাহাড়-সমতলে ভাগাভগি করতে চেয়েছিল। আমরা এসে সেই আগুন নিভিয়েছি। দার্জিলিং এর সাথে আলিপুরদুয়ার, তরাই – ডুয়ার্স এর দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। আর যারা সেদিন দাঙ্গা করেছিল তারা আজ বিজেপির প্রার্থী।

এদিন কী বললেন মমতা?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2291936594195693/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*