লোকসভা নির্বাচনের মুখে আরও সজাগ হলো আয়কর দফতর ৷ রবিবার দিল্লি, ভোপাল, ইন্দোর এবং গোয়ার মোট ৫০টি জায়গায় অভিযান চালালো আয়কর দফতর ৷ জানা গিয়েছে, সবমিলিয়ে মোট ৯ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ আয়কর দফতরের অভিযানের তালিকায় ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপো এবং কমলনাথ-ঘনিষ্ঠ এবং প্রাক্তন পুলিশ অফিসার প্রবীণ কাক্কর এবং প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার ৷
উল্লেখ্য, রবিবার সকালে ইন্দোরে প্রবীণ কাক্করের বাড়িতে হানা দেয় আয়কর দফতর ৷ অন্যদিকে, দিল্লিতে রাজেন্দ্র কুমারের বাড়িতে হানা দেয় পুলিশ ৷ সূত্রের খবর, প্রবীণ এবং রাজেন্দ্রর বাড়ি সহ মোট ছ’জায়গায় অভিযান চালিয়ে ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, এদিন ১৫ জন সদস্যের একটি টিম দিল্লিতে রাজেন্দ্রর বাড়িতে তল্লাশি চালায় ৷ রবিবার ভোর ৩টে নাগাদ অভিযান চালায় আয়কর দফতরের কর্মীরা ৷
অন্যদিকে, রাতুল পুরির বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর ৷ অগুস্তা কাণ্ডে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে রাতুলের বিরুদ্ধে ৷ যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে রাতুল ৷
দেখুন-
Be the first to comment