৪ পুলিশ কর্তাকে বদলির নির্দেশে ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। আর এই নিয়ে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো, পশ্চিমবঙ্গে নিযুক্ত ডেপুটি নির্বাচন কমিশনার এবং বিশেষ পুলিশ অবজারভারের পাঠানো রিপোর্টের ভিত্তিতে ৪ পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি পশ্চিমবঙ্গের ৪ পুলিশ কমিশনারকে বদলির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। চিঠিতে মমতা লেখেন, কমিশনের প্রতি সম্মান রেখেই বলছি, ৫ এপ্রিল কমিশন পুলিশের যে বদলির অর্ডার দিয়েছে তা দুর্ভাগ্যজনক। এই বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাই। ওই নির্দেশ পক্ষপাতমূলক। বিজেপির নির্দেশেই এই কাজ করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে বলেও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, শুক্রবার রাতে নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ এবং ডায়মন্ডহারবারের পুলিশ সুপার এস সেলভামুরুগানকে অপসারণ করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন।
এদিকে রবিবারই এই নিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ নিযুক্ত ডেপুটি নির্বাচন কমিশনার এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষকের পাঠানো রিপোর্টের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের ৪ পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে।
Be the first to comment