ভোটকর্মীদের আশ্বস্ত করে সোমবার একথা ঘোষণা করল নির্বাচন কমিশন যে লোকসভা নির্বাচনে প্রতি বুথে থাকবে সশস্ত্র বাহিনী। তবে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা নিয়ে এদিনও কোনও প্রতিশ্রুতি দেয়নি।
কমিশনের তরফে থেকে এও জানানো হয়েছে যে ভোটকর্মীদের নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা করবে তারা। লোকসভা নির্বাচন ২০১৯-এ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আন্দোলন করছিল সরকারী কর্মচারীরা। অবশেষে সোমবার কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন ভোটকর্মীদের নিরাপত্তাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র বাহিনী।
Be the first to comment