মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরের জনসভা থেকে বালাকোট এয়ারস্ট্রাইকের প্রসঙ্গ এনে নরেন্দ্র মোদী জানান, বালাকোটের বীর অফিসারদের সম্মান জানিয়ে, পুলওয়ামার শহিদদের সম্মান জানিয়েই আপনারা ভোট দিন। আর তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় জোর বিতর্ক ৷ এরপরই বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ অন্যদিকে প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলি। পাশাপাশি কমিনের কাছে অভিযোগও দায়ের হয়েছে ৷
নির্বাচন কমিশন মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই জনসভা সম্বন্ধে রিপোর্ট তলব করেছে ৷ এয়ারস্ট্রাইক ও দেশের শহিদদের রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জানায় বিরোধীরা। সূত্রের খবর মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন আধিকারিককে এই বিষয়ে শীঘ্রই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment