ভোটের মুখেই রাফাল ইস্যুতে বড়সড় ধাক্কা খেলো নরেন্দ্র মোদী সরকার। বুধবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিলো, রাফালের ফাঁস হওয়া নথি আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে। পাশাপাশি রিভিউ পিটিশনের শুনানির দিন পরে নির্ধারিত করা হবে। এর আগে রাফালে ইস্যুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। সেই নথি অনুযায়ী জানা গিয়েছে, প্রতিরক্ষামন্ত্রকের পাশাপাশি ফরাসি প্রশাসনের সঙ্গে সমানে দর কষাকষি চালিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। ওই নথি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও প্রশান্ত ভূষণরা। সিবিআই তদন্ত খারিজ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানান।
যদিও সরকারের যুক্তি ছিল, ওই গোপন নথি আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হতে পারে না কারণ মন্ত্রক থেকে ওই ফাইল চুরি গিয়েছে। পরে সরকার জানায়, বেআইনি ভাবে ওই নথি ফোটোকপি করে নেওয়া হয়েছে। তবে মোদী সরকারের সব যুক্তিই এদিন খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
এদিকে সুপ্রিম কোর্টের এদিনের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস।
Be the first to comment