বিজেপির নেতাদের নির্দেশেই কোচবিহারের পুলিশ সুপারকে সরিয়েছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে মঙ্গলবার রাতে মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিলো তৃণমূল কংগ্রেস।তৃণমূলের অভিযোগ, রবিবার কোচবিহারের সভায় প্রধানমন্ত্রীর সামনে মুকুল রায় পুলিশ সুপারের উর্দি খুলে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর স্পষ্ট ইঙ্গিত ছিল, কয়েকদিনের মধ্যেই পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হবে বা তাঁকে বদলি করা হবে।
তৃণমূলের আরও অভিযোগ, পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার পিছনে বিজেপিরই হাত রয়েছে। চিঠিতে লেখা হয়েছে, সাম্প্রতিক ঘটনা থেকে এটা পরিষ্কার, কেন্দ্রের শাসকদল বিজেপির আর্জি মেনেই পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের পদক্ষেপ থেকে একটি বিষয় স্পষ্ট যে তাঁর নির্দেশ মতোই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেকারনেই আমরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। পাশাপাশি তৃণমূলের বক্তব্য, যে কোনও পুলিশ বা প্রশাসনিক আধিকারিককে বদলি বা সরানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের পুরো স্বাধীনতা আছে। কিন্তু, সেই ক্ষমতাবলে কোনও রাজনৈতিক দলের ইচ্ছামতো কাউকে বদলি করা উচিত নয়।
প্রসঙ্গত, এর আগে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার সহ চার পুলিশ অফিসারকে বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে নিজের ক্ষোভপ্রকাশ করেন তিনি। লেখেন, “কমিশনের প্রতি সম্মান রেখেই বলছি, ৫ এপ্রিল কমিশন পুলিশের যে বদলির অর্ডার দেওয়া হয়েছে তা দুর্ভাগ্যজনক। এই বিষয়ে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই নির্দেশ পক্ষপাতপুষ্ট।
Be the first to comment