খাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় লালুপ্রসাদ যাদবের জামিনের আর্জি খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। বুধবার লালুর আইনজীবী কপিল সিব্বল বলেন, লালুপ্রসাদকে ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে, ২৫ বছর নয়। তিনি পালিয়ে যাচ্ছেন না। তার উত্তরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ২৫ বছর না কি ১৪ বছর তা হাইকোর্ট ঠিক করবে। শীর্ষ আদালত বলে, ১৪ বছর জেলের তুলনায় ২৪ মাস জেল কিছুই নয়।
মঙ্গলবার সিবিআই এর তরফে শীর্ষ আদালতে জানানো হয়, রাজনৈতিক কার্যকলাপ চালানোর জন্য লালুপ্রসাদকে কোনওরকম যেন ছাড় না দেওয়া হয়। তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চান। সেজন্য আদালতকে শারীরিক কারণ দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
Be the first to comment