ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকায় বুধবার ডিস্ট্রিবিউশন সেন্টারে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। এদিন সকালে কোচবিহার পলিটেকনিক কলেজে বিক্ষোভ দেখান কর্মীরা। যদিও, পরে জেলা প্রশাসন আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর।রাত পোহালেই কোচবিহার কেন্দ্রে লোকসভা নির্বাচন। জেলার ২০১০টি বুথের মধ্যে ৮৫৭টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। ওই বুথগুলিতে রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। মঙ্গলবারই এই কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই আজ সকালে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা।
তবে কোচবিহার লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, ভোট নির্বিঘ্নেই করাতে পারবেন ভোটকর্মীরা। তারজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
Be the first to comment