প্রয়াত সুপ্রিয়া চট্টোপাধ্যায়

Spread the love

পিয়ালি আচার্য,

প্রতীকী ছবি,

প্রয়াত হলেন সুপ্রিয়া চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। অবশ্য শুধু শোভনবাবুর স্ত্রী নন তিনি নিজেও রাজনৈতিক জগতে পরিচিত নাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন তিনি। ছাত্রাবস্থা থেকেই রাজনীতি করতেন। পরবর্তীতে শিক্ষকতা করতেন। স্বামী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাঁর দুই পুত্র বর্তমান। সংসার ধর্মের জন্য পরবর্তীতে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে গেলেও অত্যন্ত সমাজ এবং রাজনীতি সচেতন ছিলেন তিনি। তাঁর বাড়িতে যখনই যেতাম তাঁর রাজনৈতিক বোধ ও বিশ্লেষণ মুগ্ধ করতো। শোভনদেব চট্টোপাধ্যায়ের যোগ্য সহধর্মিণী ছিলেন তিনি। ছিলেন একজন রাজনীতি সচেতন নাগরিক।

দীর্ঘকাল ধরেই অসুস্থ ছিলেন, ডায়ালিসিস চলতো। এইসময় শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখেছি সব দায়িত্ব পালন করেও স্ত্রীকে সুস্থ করে তোলার মরিয়া প্রচেষ্টা করতে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ইহলোক ত্যাগ করলেন সুপ্রিয়া চট্টোপাধ্যায়। উডল্যান্ড নার্সিংহোমে প্রয়াত হলেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। রেখে গেলেন স্বামী, দুই পুত্র, পুত্রবধূ এবং নাতি-নাতনিদের। আর রেখে গেলেন অজস্র গুণমুগ্ধকে। শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও কাজে দেখা হলেই জিজ্ঞাসা করতাম বৌদি কেমন আছেন? সেই প্রশ্নে আজ দাঁড়ি পড়লো।

রোজদিনের পক্ষ থেকে সুপ্রিয়া বৌদিকে জানাই শ্রদ্ধা। তাঁর আত্মার চির শান্তি কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি জানাই সমবেদনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*